

ডিপি ডেস্ক :
শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বন্ধ থাকবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতের ধারাবাহিকতায় অষ্টমী পূজার দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি দোকান প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশকে সম্মান জানানো এবং কর্মীদের বিশ্রামের সুযোগ দেয়ার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সুতরাং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামীকাল মঙ্গলবার সারাদেশের সব জুয়েলারি দোকান ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।











