কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ অক্টোবর ২০২৫ সকাল ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  জামায়াতের কুষ্টিয়া ও যশোর জেলা টিম লিডার অধ্যক্ষ খন্দকার  এ, কে এম আলী মুহসিন। বক্তব্য রাখেন, অধ্যাপক ফরহাদ হোসেন,কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজা, জামায়াতের জেলা নায়েবে আমীর কুষ্টিয়া -২ আব্দুল গফুর, কুষ্টিয়া -৪ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক সুজা উদ্দীন জোয়াদ্দারসহ জামায়াতের নেতৃবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া  প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু জোবায়েদ মনি রিপন, তৌহিদুল ইসলাম সিপলু, সাজ্জাদ রানা প্রমুখ।

জামায়াতের নেতৃবৃন্দ বলেন, দেশে একটি সমস্যা বিরাজ করছে। সেটা হলো পিআর পদ্ধতি।  এই পিআর পদ্ধতির উপর ব্যাপক আলোচনা করা হয়। বক্তারা বলেন সাংবাদিকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ এগিয়ে যাবে। জামায়াত সব সময় দূর্ণীতি মুক্ত, শোষণমুক্ত, মাদকমুক্ত দেশ গড়তে পারবো।

প্রধান অতিথি আলী মহসিন বলেন, জামায়াতে ইসলামের বয়স ৫৪ বছর, কিন্তু এখনো মিমাংসিত জিনিস নিয়ে জামায়াতকে দোষারোপ করা হচ্ছে। জামায়াতে ইসলাম ৫৪ বছর ধরে এদেশে যে কাজ করেছে তা বিবেচনা করে দেখতে হবে। আমরা সব সময় দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এদেশের  জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন আমরা দেশকে দূর্ণীতি মুক্ত করে দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলবো।  জামায়াত ইনসাফের রাজনীতি করেন। যেটার মধ্যে মানুষের কল্যাণ রয়েছে জামায়াত সেই কাজটি করবে এবং করছে।

তিনি বলেন, দেশের ২৫টি দল পিআর এর পক্ষে। বাংলাদেশের জনগন যাতে সুষ্ঠভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে সে ব্যবস্থা করার জন্যই পিআর পদ্ধতি সিষ্টেম চালুর পক্ষে আমরা।বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জাতির কল্যানে কাজ করে যাচ্ছেন। আমরা যদি ক্ষমতায় যায় আমার দেশ ও জনগনের কল্যাণে কাজ করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *