রাজধানীর মালিবাগে বোরকা পরে জুয়েলারি দোকানের তালা কেটে ৫০০ ভরি সোনা চুরি

অনলাইন ডেস্ক :

রাজধানীর মালিবাগে একটি শপিংমলে জুয়েলার্সের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরচক্রের সদস্যরা বোরকা পরে চুরি করতে আসেন। সিসি ক্যামেরায় দুজনকেই দেখা গেছে। পরে তারা দোকানের তালা কেটে দোকানে প্রবেশ করেন।

গতকাল বুধবার দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিংমলে এ চুরির ঘটনা ঘটে। শপিংমলের ‘শম্পা জুয়েলার্স’ নামের দোকানটি থেকে স্বর্ণ নিয়েছে চোররা।

শম্পা জুয়েলারির মালিক অচিন্ত কুমার বিশ্বাস চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার দাবি, দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি ছিল।এ ছাড়া তার দোকানে ১০০ ভরি বন্ধকি স্বর্ণ ছিল। 

তিনি বলেন, দোকানে সব মিলিয়ে ৫০০ ভরির মতো সোনা এবং নগদ ৪০ হাজার টাকা ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে গেছে।তিনি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই।

সকালে মার্কেটের দারোয়ান ফোন করে জানান যে আমার দোকানের তালা কাটা। এসে দেখি সব খালি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানিয়েছেন এ ঘটনায় দোকানের মালিক অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *