দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪ জনের, আক্রান্ত আরো ৭৫৮

অনলাইন ডেস্ক :

 

গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৫৮ জন।বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ২০২ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। এর বাইরে ঢাকা বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, বরিশাল বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ৬২ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ বছর মোট ৫৭ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *