
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) কুষ্টিয়া শহরের কোর্টপাড়াস্থ কুষ্টিয়া শহর জামায়াতের স্থানীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ শেখ সাইদুল ইসলামের স্ত্রী সাদিয়া ইসলাম।
এ সময় তিনি বলেন, গত রবিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে শেখ সাইদুল ইসলাম ট্রেনযোগে কুষ্টিয়ার খোকসা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। তিনি সেখানে একটি ধর্মীয় তাফসির মাহফিলে অংশগ্রহণ করেন এবং মাহফিল শেষে রাত ১০টার দিকে জয়পুরহাট থেকে ফেরার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন।
সাদিয়া ইসলাম জানান, রাত প্রায় ১টা ২৫ মিনিটের দিকে ভেড়ামারা পৌঁছালে আমার সাথে তার শেষ কথা হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা আত্মীয়-স্বজনসহ সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
ঘটনার পরদিন মাওলানা শেখ সাইদুল ইসলামের পরিবার খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ৮১২। পরিবারের পক্ষ থেকে তারা খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং কুষ্টিয়া পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন। পুলিশ প্রশাসন তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে বলে জানান সাদিয়া ইসলাম।













