

অনলাইন ডেস্ক :
সিলিকন ভ্যালিভিত্তিক টেক জায়ান্ট মেটা নিয়মিতভাবে তাদের প্ল্যাটফরমগুলোতে নতুন ফিচার যুক্ত করছে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো উন্নত করতে হোয়াটসঅ্যাপও একের পর এক নতুনত্ব আনছে। এরই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপে নতুন ফিচার যুক্ত হচ্ছে। ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপেও কভার ফটো দেওয়ার সুবিধা আনা হচ্ছে।এতদিন কেবল হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকান্ট ব্যবহারকারীরাই প্রোফাইলে কভার ফটো সেট করার সুবিধা ভোগ করতেন। এবার সাধারণ ব্যবহারকারীরাও সেই সুযোগ পাবেন।
My Contacts: শুধুমাত্র সংরক্ষিত কন্টাক্টলিস্টের ব্যক্তিরা দেখতে পারবেন। Nobody: কভার ফটো কেউ দেখতে পারবে না।
হোয়াটসঅ্যাপ জানায়, বর্তমানে ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিটা সংস্করণে চালু করা হবে।














