খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিপি ডেস্ক :

খুলনায় ট্রেনে কাটা পড়ে তৌহিদুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট-মানিকতলার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। তৌহিদ দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা ট্রেনটি দৌলতপুর এলাকায় আসে।

এসময় তৌহিদুর রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তৌহিদ সৎ মায়ের সংসারে পরিবার থেকে বিতাড়িত ছিল। কেউ তার খোঁজখবর নিত না।

দৌলতপুর রেল স্টেশন ফাঁড়ির ইনচার্জ মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত তৌহিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *