চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন জব্দ

ডিপি ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুইটি পৃথক অভিযানে দুইটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং ২৯টি চোরাই ভারতীয় স্মার্টফোন জব্দ করা হয়েছে। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টা এবং বেলা সাড়ে ১১টার দিকে এসব অভিযান পরিচালনা করা হয়।

একই দিন বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সীমান্তে তৎপরতা বাড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্রে সীমান্ত হতে ৯০০ গজ অভ্যন্তরে রাঘববাটি এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে অস্ত্র আসার সম্ভাবনার খবর জানা যায়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান শুরু করে বিজিবি। অভিযানকালে সন্দেহভাজন এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে স্থান ত্যাগ করতে চাইলে বিজিবি তাকে আটকের চেষ্টা করে। ওই সময় তিনি সঙ্গে থাকা ব্যাগটি ফেলে সীমান্তের দিকে পালিয়ে যান।পরে টহলদল ব্যাগটি তল্লাশি করে ওইসব অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জব্দ করে।

তিনি আরো বলেন, এক সপ্তাহ আগে গত ১৫ ডিসেম্বর একই সীমান্তে একটি বিশেষ অভিযানে চারটি বিদেশি পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগাজিন জব্দ করে বিজিবি।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় গোপন খবরের ভিত্তিতে কিরনগঞ্জ বিওপির একটি টহলদল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৮/২ এস হতে প্রায় ২ কিলোমিটার দেশের ভেতরে বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তরবিঘি গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়।

অভিযানে মালিকবিহীন ২৯টি চোরাই ভারতীয় স্মার্টফোন জব্দ করা হয়।তবে এ সময় চোরাচালানীরা ঘন কুয়াশার সূযোগে পালিয়ে যায়। জব্দ ফোনগুলো কাস্টমসে জমা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *