

ন্যাশনাল ডেস্ক : রাজধানীর মিরপুরে একটি খালি প্লটের ভেতরে কারখানার শ্রমিক এক কিশোরীকে ছয় দিন ধরে আট বখাটে মিলে গণধর্ষণ করে। এ ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভিকটিম এর ভাই সিয়াম হোসেন বাদী হয়ে গত শুক্রবার (১১ অক্টোবর) রাতে পল্লবী থানায় ধর্ষণ মামলা দায়ের করে।
পল্লবী থানার ইন্সপেক্টর (তদন্ত কর্মকর্তা) মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, এই গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজন হল- ইমরান (১৯), খোকন মিয়া (২০) ও বিজয় (১৮)। এ ঘটনায় আট জনকে আসামি করে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদের ধরতে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।















