পদার্থ বিজ্ঞানের সেরা গবেষক পরীক্ষায় শূন্য পাওয়া সেই সারাফিনা ন্যানসে

অনলাইন ডেস্ক : সারাফিনা ন্যানসে। একজন সফল গবেষক। কোয়ান্টাম ফিজিক্স পরীক্ষায় শূন্য পেয়েও তিনি হাল ছেড়ে দেননি। শিক্ষকের কাছে গিয়ে নিজের মূল লক্ষ্যের ব্যাপারে আলোচনা করেন। তখন ভয় পেয়েছিলেন এই ভেবে যে, তাকে পদার্থ বিজ্ঞান ছেড়ে দিতে হবে।

সারাফিনা বলেন, সেই আমি এখন অ্যাস্ট্রোফিজিক্সের ওপর পিএইচডি করছি এবং দু’টি পেপার প্রকাশ হয়েছে। সকলের কাছেই পদার্থবিজ্ঞান কঠিন, কিন্তু গ্রেডস বা নম্বরই আপনাকে বিচার করে না।
টুইটারে গবেষক সারাফিনার টুইট শেয়ার করেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। টুইটটি শেয়ার করে তিনি জানিয়েছেন, ভালো বলেছেন এবং এটি সত্যিই অনুপ্রাণিত করে।

গুগলের সিইওর কাছে এমন রিট্যুইট পেয়ে স্বভাবতই খুশি সারাফিনা। তিনিও তাকে ধন্যবাদ জানিয়েছেন আন্তরিকভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *