মন্ত্রণালয়ের কর্মকর্তারা সীমান্ত পরিদর্শনে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দুই কর্মকর্তাকে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিদর্শনে পাঠানো হয়েছে। সীমান্তে পরিদর্শনে যাওয়া কর্মকর্তারা বলছেন তারা সীমান্তে বিজিবি চোরাচালান কিভাবে প্রতিরোধ করছে তা দেখতে গিয়েছেন।

তবে সূত্র জানিয়েছে, যশোরের পুটখালী সীমান্তসহ দেশের কয়েকটি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে। যে কারণে সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। গণমাধ্যমে খবর আসছে পুশ-ইন ঠেকাতে বিজিবির সঙ্গে স্থানীয় জনগণও সীমান্তে পালা করে পাহারা দিচ্ছেন। এই যখন চলছে অবস্থা ঠিক তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গেলেন সীমান্তে। ফলে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে বিশেষজ্ঞদের মত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব (সীমান্ত) সাহেদ আলী ও মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু যশোরের পুটখালী সীমান্ত এলাকায় গিয়েছেন।

অন্য একটি সূত্রের দাবি, চোরাচালান প্রতিরোধ দেখার পাশাপাশি তারা পুশইন এর বিষয়টিও দেখবেন।

তবে শরীফ মাহমুদ অপু জানিয়েছেন, তারা চোরাচালান প্রতিরোধ দেখতেই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সীমান্ত পরিদর্শনে গিয়েছেন। অন্য কোনো বিষয় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *