অনলাইন ডেস্ক : এখন মাঘ মাস। বেশ কয়েকদিন শৈত্যপ্রবাহের পর ঠাণ্ডা কিছুটা কমেছে। তবে আবার আগামী ৭২ ঘণ্টা বা তিন দিন পর শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া এই মাঘ মাসেও বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে।
শনিবার আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আগামী দুদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। তবে তিন দিন পর ফের ঠাণ্ডা পড়তে পারে। এছাড়া সামান্য বৃষ্টিতে তাপমাত্রা কমতে পারে দেশের কয়েকটি স্থানে।
আগামীকাল শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।