তামিলনাড়ু রাজ্যে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে বৃদ্ধাকে কামড়ে হত্যা

অনলাইন ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে কামড়ে হত্যা করেছেন মানিকানদান নামের এক ব্যক্তি। গত শুক্রবার এ ঘটনা ঘটে। জানা গেছে, ৩৫ বছর বয়সী ঘাতক মানিকানদান শ্রীলঙ্কা থেকে আসার পর ১৪ দিনের কোয়ারেন্টাইনে ছিলেন। তবে করোনা ভাইরাসের আতঙ্কে উলঙ্গ হয়ে কোয়ারেন্টাইন থেকে পালিয়ে যান তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পালানোর সময় রাস্তায় ঘুমিয়ে থাকা এক বৃদ্ধাকে কামড়ে দেন তিনি। এ সময় লোকজন ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐ বৃদ্ধা মারা যান। এ ঘটনায় ওই ব্যক্তিকে পুলিশ আটক করেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, অভিযুক্ত মানিকানদান মানসিক অসুস্থতার জন্য ২০১০ সালে চিকিৎসা নিয়েছিলেন। তার পরিবার জানায়, শ্রীলঙ্কায় ব্যবসায় ক্ষতি হওয়ায় তার মানসিক সমস্যা আবারো দেখা দেয়। এদিকে বৃদ্ধাকে কামড়ে হত্যার অভিযোগে মামলা প্রস্তুতি চলছে।
সূত্র : এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *