
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ইটভাটায় প্রস্তুতৃকত ইটের মাপ ছোট দিয়ে ভোক্তা ঠকানোর অভিযোগে ৮টি ইটভাটায় প্রত্যেকটিতে ৫০হাজার করে জরিমানা আদায় করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়া।
সোমবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার যুগিয়া গ্রামে জাতীয় ভোক্তা অর্ধিকার সংরক্ষন অধিপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৮ধারায় নির্দিষ্ট মাপের চেয়ে ছোট মাপের ইট প্রস্তুত ও বিক্রয় করে ভোক্তা ঠকানোর অভিযোগ প্রমানিত হওয়ায় এসব জরিমানা ধার্য ও আদায় করেন।
এসময় সংশ্লিষ্ট দপ্তর/বিভাগের কর্মকর্তা ও আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।












