ভারতের সঙ্গে সীমিত পরিসরে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

 

‘এয়ার বাবল’ চুক্তির অধীনে বাংলাদেশ সরকার সীমিত পরিসরে ভারতে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতের সিদ্ধান্ত পেলে শিগরিগই দুই দেশের মধ্যে ফ্লাইট চালু হবে।

 

বুধবার রাতে তিনি এমনটাই জানান। মাশফি বিনতে শামস আরও বলেন, আজ আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ভারতের সিভিল এভিয়েশনকে একটা চিঠি দেবেন। তারা সিদ্ধান্ত জানালেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।

তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার পর সপ্তাহে একটি বা দুইটি ফ্লাইট চলবে। যে শর্তে স্থলবন্দর দিয়ে মানুষ আসছে, ফ্লাইটে আসতে গেলেও একই শর্ত থাকবে।’ উল্লেখ্য, এর আগে গত ২৭ জুলাই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা চলছে বলে জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *