এবার চ্যাটজিপিটি’র পাল্টা বারড আনলো গুগল

অনলাইন ডেস্ক :

 

মাইক্রোসফটের চ্যাটজিটিপি’র পাল্টা চ্যাটবট অ্যাপ বারড আনলো গুগল। আপাতত তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তা লঞ্চ করেছে।

 

চ্যাটজিপিটি, বার্ড-এর মতো অ্যাপগুলি হলো আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স ভিত্তিক অ্যাপ যা নিবন্ধ, কবিতা, ব্লগ-সহ যে কোনো লেখা লিখে দেয়। গোটা বিশ্ব এখন এই সব অ্যাপ নিয়ে আলোড়িত। এই অ্যাপ ভবিষ্যতে বিশাল পরিবর্তন আনার ক্ষমতা রাখে। এখনই বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন, আই ফোনের পর চ্য়াটবটই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্ভাবন।

 

মাইক্রোসফটের চ্যাটজিপিটি দ্রুত জনপ্রিয় হচ্ছে। এই অবস্থায় গুগলও বারড নিয়ে এলো। গুগলের ৮০ হাজার কর্মী এই অ্যাপ ব্যবহার করেছেন। তাদের উপরেই পরীক্ষা করা হয়েছে। এখন তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মানুষ ব্যবহার করতে পারবেন। তারপর অন্য ভাষায়, অন্য দেশে তা চালু করা হবে।

 

গুগলের ভাইস প্রেসিডেন্ট এলি কলিন্স ও সিয়াও তাদের ব্লগে লিখেছেন, বারড পরীক্ষা করতে গিয়ে আমরা অনেক কিছু শিখেছি। এর পরের ধাপ হলো মানুষের কাছ থেকে ফিডব্যাক পাওয়া ও সেইমতো অ্যাপের উন্নতি ঘটানো।

 

গুগলের কাছ থেকে সংবাদসংস্থা এএফপি জানতে চেয়েছিল, চ্যাটজিপিটি ও বারডের মধ্যে তফাৎ কি? তাদের জানানো হয়েছে, বারডে কিছু জানতে চাইলে তা সঙ্গে সঙ্গে গুগল সার্চের সাহায্য নেয় এবং রিয়েল টাইম ডেটা ব্যবহার করে জবাব দেয়।

 

বলা হচ্ছে, বারড তৈরির কাজ এখনো শেষ হয়নি। আর চ্যাটজিপিটি বাজারে পুরোপুরি ছেড়ে দেয়া হয়েছে।

সূত্র : ডয়চে ভেলে ও ওয়াল স্ট্রিট জার্নাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *