বাকিতে সিগারেট না দেওয়ায় ছুরিকাঘাতে দোকানিকে হত্যার অভিযোগ

ডিপি ডেস্ক :

 

কু‌মিল্ল‌ার তিতা‌স উপজেলায় দোকান থেকে সিগা‌রেট বাকি‌ না দেওয়ায় মা‌নিক‌ ভূইয়াঁ (৩৫) নামে দোকানিকে ছু‌রিকাঘা‌তে হত‌্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার।

 

তাকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতাল হয়ে দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাসুদ মিয়া। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

 

নিহতের ছোট ভাই মো. সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে একই এলাকার নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন আমার ভাই মানিকের দোকানে এসে বাকিতে সিগারেট চান। তিনি সিগারেট নাই বলে জানান। এক কথায় দুই কথায় বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে তার দোকান বন্ধ করে ফেলতে বলেন। সে তা না করায়, তাকে মারধর করে, এবং লাকড়ি দিয়ে পিটিয়ে দোকান ভাঙার চেষ্টা করেন।

সে সময়ে তিনি নিজেই নাকে আঘাতপ্রাপ্ত হন। ওই অবস্থায় বাড়িতে যান। কিছু সময় পর বাহাউদ্দীন তার বাবা ও ভাই জালাল মিলে দোকানে এসে ভাইকে জিজ্ঞাসা করেন, বাহাউদ্দীনকে কেন মারা হয়েছে? এমন মিথ্যা অভিযোগ এনে তাকে আবারও মারধর করা হয়। সে সময়ে একপর্যায়ে বাহাউদ্দীন তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।
পরে সেখান থেকে আহত অবস্থায় ভাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। 

নিহত মানিক তিন ছেলের জনক ছিলেন। তারা পাঁচ ও ভাই দুই বোন। তিনি মা-বাবা ও তার স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়ি থাকতেন। দোকান চালাতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *