

ডিপি ডেস্ক :
বৃহস্পতিবার (১৫ মে) সকালে বসিলা সিটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মো. রাকিব (২২)।
এসব তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমান।
তারা ছিনতাইকারী কি না জানতে চাইলে স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, তারা ছিনতাইকারী চক্রের সদস্য। ঘটনার তদন্ত চলছে।
কেউ ছিনতাইয়ের অভিযোগ দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো এমন অভিযোগ পাইনি। থানাতেও এমন অভিযোগ নিয়ে কেউ আসেনি।
তাহলে কীভাবে বুঝলেন যে তারা ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।









