

অনলাইন ডেস্ক :
পুলিশ সদর দপ্তর বলছে, গত ১৯ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৩১ দিনে গ্রেপ্তারের দৈনিক গড় অপারেশন ডেভিল হান্টের চেয়েও বেশি। অপারেশন ডেভিল হান্টে গড়ে প্রতিদিন ১ হাজার ৩৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান বলেন, বিশেষ কোনো কারণে নয়, পুলিশের সক্রিয়তার ফলে গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে।
তিনি জানান, কয়েক মাস আগেও গড়ে প্রতিদিন গ্রেপ্তার করা হতো ১ হাজার ১০০ জনকে।
গত এক মাসে ১৭৫ জনেরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মী ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ডিএমপির গোয়েন্দা শাখার হাতে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন সাবেক এমপি রয়েছেন।
এ ছাড়া গত ৯ মে নিজ বাসা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে নিষিদ্ধ রাজনৈতিক দল ও সংগঠনের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ মে রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিল থেকে ১১ জন ও ১৯ মে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রায়েরবাজারে অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করে, যাদের মধ্যে মাদক চোরাকারবারি, ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত বিভিন্ন গ্যাংয়ের সদস্যও ছিল।















