

কুষ্টিয়া প্রতিনিধি :
সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ সোমবার ১৪ জুলাই বিকেলের দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় ছাত্রদল নেতারা বলেন, দেশে কিছু গুপ্ত সংগঠন গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে দায় চাপাচ্ছে বিএনপির উপর। ছাত্রদল কখনো বিশৃঙ্খলা সৃষ্টির রাজনীতি করে না। আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশে বিশ্বাসী, মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। যারা গোপনে মব সৃষ্টি করে, তারা প্রকৃত শিক্ষা ও গণতন্ত্রের শত্রু। আমরা সরকার ও সংশ্লিষ্টদের কাছে দাবি জানাই এই গুপ্তচক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বি,সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, কুষ্টিয়া পলিটেকনিক ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মারুফ হাসান পিয়াস,কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শিমুল আহমেদ,কুষ্টিয়া শহর ছাত্রদল নেতা সংগ্রাম হোসেন সাইফ প্রমুখ।














