কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ১৭২ বোতন বিদেশি বিয়ারসহ আবু তারেক (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। আবু তারেক বাজিতপুর উপজেলা সদরের খাঁনবাড়ির মৃত আবুল কালাম খাঁনের ছেলে।
র্যাব সূত্র জানায়, একটি মাদক ব্যবসায়ীচক্র মাদক দ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে বিক্রয় করে আসছে। গোয়েন্দা নজরদারিতে এর সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা ১টার দিকে বাজিতপুর উপজেলার ভাগলপুর এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় আবু তারেককে ১৭২ বোতল বিদেশি বিয়ার ও একটি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়।
র্যাবের কোম্পানী অধিনায়ক উপ পরিচালক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তারেক দীর্ঘদিন ধরে এলাকায় বিদেশি বিয়ার ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
পরে বাজিতপুর থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।