
ভেড়ামারা প্রতিনিধি : “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক আলোচনা সভা আজ সকালে ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্দোগে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সাবেক সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য, আওয়ামী মুক্তিযোদ্ধা উপ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম। ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ,ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ ওবায়দুল্লাহ, ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব এ্যাডঃ আলম জাকারিয়া টিপু,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল,ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন ও অএ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।










