বৃষ্টির দিনে মোটরসাইকেল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের নিয়ম

মটো কর্নার ডেস্ক :

বর্ষার দিনে যেমন বৃষ্টি ভেজায় রাইডিং আনন্দদায়ক, তেমনই অন্যদিকে মোটরসাইকেলের জন্য এই সময়টা হয়ে ওঠে চ্যালেঞ্জিং। কাদা, পানি ও আর্দ্রতা-সব মিলিয়ে মোটরসাইকেলের ক্ষতির আশঙ্কা বেড়ে যায় বহুগুণ। তাই বর্ষাকালে বাইকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

নিচে মোটরসাইকেল পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো :

  • নিয়মিত কাদা ও ময়লা পরিষ্কার করুন,বৃষ্টির দিনে কাদা, ধুলা ও পানি মিশে বাইকের চাকা, চেইন, মাডগার্ড, ইঞ্জিন বডি ও নিচের অংশে জমে থাকে। দীর্ঘদিন এসব পরিষ্কার না করলে জং ধরতে পারে, এমনকি পারফরম্যান্সেও প্রভাব পড়ে।বাইক রাইডের পরপরই নরম কাপড় বা স্পঞ্জ দিয়ে বাইকের নিচের অংশ ভালোভাবে মুছে ফেলুন।হাই-প্রেশার ওয়াটার স্প্রে ব্যবহার করলে আরও ভালো পরিষ্কার হবে।

 

  • চেইনে নিয়মিত লুব্রিকেশন দিন,বর্ষাকালে বাইকের চেইনে কাদা ও পানি জমে গিয়ে দ্রুত শুকিয়ে যায় এবং রুক্ষ হয়ে পড়ে।প্রতি ৫০০ কিমি রাইড বা বেশি কাদা-পানির মধ্যে চালালে সপ্তাহে একবার চেইন ক্লিনার দিয়ে পরিষ্কার করে উপযুক্ত চেইন লুব্রিকেন্ট ব্যবহার করা।এটি বাইকের শব্দ কমায় এবং গতি বজায় রাখে।

 

  • রিমুভেবল কভার ব্যবহার করুন,বাইকের আসন, মিটার, হ্যান্ডেল ও ইলেকট্রনিক্স অংশকে রক্ষা করার জন্য রিমুভেবল রেইন কভার ব্যবহার অত্যন্ত কার্যকর বর্ষাকালে পার্কিংয়ের সময় বাইকের উপর একটি ভালো মানের ওয়াটারপ্রুফ কভার দিন।এতে বাইক ভিজে যাওয়ার ঝুঁকি কমবে।

 

  • ওয়্যাক্সিং ও পলিশ করুন,মোটরসাইকেলের রঙ ও বডিকে দীর্ঘস্থায়ী করতে মাঝে মাঝে ওয়্যাক্সিং করা ভালো।রেইন ওয়াটার বাইকের বডিতে দাগ বা জং ফেলতে পারে। ওয়্যাক্সিং বাইককে পানিবাহী স্তর থেকে সুরক্ষা দেয়।১৫ দিন পরপর একবার বাইক ওয়্যাক্স করুন।

 

  • ব্রেক ও টায়ার পরীক্ষা করুন,বৃষ্টির দিনে রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেকিং সিস্টেম খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।ব্রেক প্যাড ভিজে গেলে কার্যক্ষমতা কমে যেতে পারে।টায়ারের গ্রিপ চেক করুন, টায়ার বেশি মসৃণ হলে বর্ষায় রাইডিং বিপজ্জনক।

 

  • ইলেকট্রিক কানেকশন ও ব্যাটারির যত্ন,বৃষ্টির পানিতে বাইকের ইলেকট্রিক কানেকশন শর্ট হতে পারে।ব্যাটারির কানেকশন ও তারগুলো নিয়মিত দেখে নিন।প্রয়োজনে ইলেকট্রিক অংশে ইনসুলেটিং টেপ বা সিলিকন স্প্রে ব্যবহার করুন।

 

  • ইঞ্জিন ও এক্সহস্টের পানি প্রবেশ রোধ,চালানোর সময় বা পরিষ্কার করার সময় এক্সহস্ট পাইপ ও ইঞ্জিনে পানি ঢুকলে সমস্যা হতে পারে।বাইক ধোয়ার সময় এক্সহস্টে কাপড় গুঁজে রাখুন।পানি জমলে ইঞ্জিন স্টার্ট করার আগে ভালোভাবে শুকিয়ে নিন।

 

  • বর্ষাকালে মোটরসাইকেলের যত্ন একটু বাড়তি হলেও এর ফল দীর্ঘমেয়াদে ইতিবাচক। নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে বাইক শুধু দেখতে নতুন থাকবে না, বরং পারফরম্যান্সও থাকবে আগের মতোই চমৎকার ও ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *