গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি :

 

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর নিজস্ব প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়।

 

এতে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। দৈনিক প্রথম আলো-এর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সংবাদ-এর কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান লাকি, দৈনিক সময়ের কাগজ-এর প্রকাশক ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বাংলাভিশন ও দেশ রূপান্তর-এর কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিনিধি শরিফ বিশ্বাস, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সময়ের কাগজ-এর ভারপ্রাপ্ত সম্পাদক নুরুন্নবী বাবু, দৈনিক কুষ্টিয়া-র ভারপ্রাপ্ত সম্পাদক এসএম শামীম রানা, দৈনিক খবরওয়ালা-র ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহীন আহমেদ জুয়েল, কুষ্টিয়া প্রেসক্লাবের কোশাধ্যক্ষ ও বাংলা টিভি-এর কুষ্টিয়া প্রতিনিধি এম লিটন-উজ-জামান, দৈনিক নয়া দিগন্ত-এর প্রতিনিধি আ.ফ.ম নুরুল কাদের, সময় টিভি-এর নিজস্ব প্রতিনিধি এসএম রাশেদ, দৈনিক মানবজমিন-এর প্রতিনিধি সুজন, দৈনিক অপরাধচক্র-এর জেলা প্রতিনিধি ফরিদ আলী খান, দৈনিক কুষ্টিয়া দর্পণ-এর সম্পাদক মজিবুল শেখ, ইন্ডিপেন্ডেন্ট টিভির কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্লাহ,  এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাসিবুর রহমান রিজু,  সাংবাদিক গোলাম মাওলা, শাহারিয়ার ইমন রুবেল ও কৃষি কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন প্রমুখ ও জেলার বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড দেশের সাংবাদিক সমাজের জন্য এক ভয়াবহ দৃষ্টান্ত। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে অতীতে যে-সব সাংবাদিককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাদের সকল হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *