টাঙ্গাইলে তিন দিনব্যাপী লালন মেলা ও সাধু সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে তিন দিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় সাধু সংঘ এ মেলার আয়োজন করে।

সোমবার তিন দিনব্যাপী মেলার শেষদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনছুরুল আলম হীরা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম।

কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরি মোহন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম, সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) রাসেল মনির, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী প্রমুখ।

সাধু সম্মেলন ও লালন মেলায় সংগীত পরিবেশন করেন কুষ্টিয়ার বিখ্যাত বাউল শিল্পী সমির বাউল, রাজ্জাক বাউল। মেলায় সাধু সংঘের ভক্তবৃন্দসহ হাজার হাজার লোকের সামগম ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *