কলেজছাত্রীর স্বর্ণের ‌চেইন ছিনতাই

ডিপি ডেস্ক :

 

রাজশাহীতে এক কলেজছাত্রীর সোনার চেইন ছিনতাই করা হয়েছে।রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ছাত্রীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তার বাসা নগরীর শিরোইল কলোনি এলাকায়। তিনি চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনির মেয়ে।

এ বিষয়ে ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টায় বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশে রওনা হন প্রীতি। রিকশায় যাচ্ছিলেন। রিকশাটি রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে লুঙ্গি পরা এক ব্যক্তি তার গলায় টান দিয়ে সোনার চেইন ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে প্রীতির বাবা বিএনপি নেতা মনিরুল ইসলাম জনি বলেন, দিনদুপুরে এভাবে ছিনতাই মেনে নেওয়া যায় না। নগরীর অনেক জায়গায় সিসি ক্যামেরা ঠিকমতো কাজ করছে না। আমার মেয়ে ক্ষতিগ্রস্ত হলো। যেকোনো সময় আরও কারো সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থেকে যাচ্ছে। সেজন্য গোটা শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি জানার পরপরই তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে ছিনতাইকারী পালিয়ে গেছে। আশা করছি, খুব দ্রুতই অপরাধীকে ধরতে পারব। সেখানে সিসিটিভির ক্যামেরাগুলো অকার্যকর থাকায় একটু বিলম্বিত হতে পারে অপরাধীকে শনাক্ত করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *