
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রতিবন্ধী নারী (২৪)-কে ধর্ষণের অভিযোগে আল-আমিন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার জলকার মাঝদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান।
ওসি জানান, মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলার জলকর মাঝদিয়া গ্রামের একটি মাঠে ছাগল চরাতে যায় ওই নারী। সেখানে তাকে ফুসলিয়া পার্শ্ববর্তী একটি বাঁশবাগানের মধ্যে নিয়ে আল-আমিন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা ওই দিনই বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৯ (১) ধারায় মামলা করেন। মামলার পর আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।