
বিনোদন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রীর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ‘Man vs Wild’-র শ্যুটিংয়ে নামলেন থালাইভা। প্রচারের অপেক্ষায় রয়েছেন ভারত তো বটেই সারা বিশ্বের ভক্তরা।
জনপ্রিয় হোস্ট বিয়ার গ্রিলসের ডিসকভারি চ্যানেলের বিখ্যাত শো ‘Man vs Wild’এ দেখা যাবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। সেই শোয়ের শ্যুটিংয়ের শুরুতেই পায়ের গোড়ালিতে হালকা চোট পান থালাইভা। বুধবার রজনীকান্তের সঙ্গে একটি ছবি শেয়ার করেন বিয়ার।
পোস্টে ছবি শেয়ার করতে গিয়ে ক্যাপশনে বিয়ার লিখেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের এপিসোডকে টিভির ইতিহাসে জায়গা করে দিতে সাহায্যের পর এবার আমাদের নতুন শো’তে টিভি অভিষেকে যোগ দিলেন বলিউড সুপারস্টার রজনীকান্ত। ছবিতে একে অপরের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রজনীকান্ত ও বিয়ার।













