বিনোদন ডেস্ক : অভিনেতা মোশাররফ করিমের ভক্ত দেশে ও বিদেশে ছড়িয়ে আছে। তারা বিভিন্ন সময়ে এ অভিনেতাকে নানা আয়োজন করে সারপ্রাইজ দিয়ে থাকেন। প্রিয় তারকার অনুমতি নিয়ে সামাজিক উন্নয়নমূলক অনেক কাজেও অংশ নিয়ে থাকেন তারা।
সম্প্রতি মোশাররফ করিমের অফিসিয়াল ফ্যানক্লাবের পক্ষ থেকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সোনারায় ইউনিয়নের চারটি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। নিজেরা চাঁদা তুলে এমন মহতি উদ্যোগ বাস্তবায়ন করেন বলে ফ্যানক্লাবের অন্যতম সদস্য জনি মিয়া জানান।
এ বিষয়ে মোশাররফ করিম বলেন, ওরা প্রায় সময় এমন ভালো ভালো কাজ করে থাকে। এবারও করছে বিষয়টি জেনে ভালো লাগছে। আমাকে ওরা খুব ভালোবাসে। এই ভালোবাসার শক্তি নিয়ে সম্মিলিত হয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এ জন্য আমার পক্ষ থেকে ওদের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকল।
এদিকে আগামীতেও মোশাররফ করিম ফ্যানক্লাবের পক্ষ থেকে আরও ভালো ভালো কাজের উদ্যোগ নেয়া হবে বলে জানান ফ্লানক্লাবের সদস্যরা।