
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : পুরনো বাড়ি ভেঙে মাটি কাটার সময় বেরিয়ে এসেছে শতাধিক ব্রিটিশ আমলের মুদ্রা। গত সোমবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাটি কাটার সময় শতাধিক মুদ্রা বেরিয়ে আসে। তাদের দাবি, উদ্ধার হওয়া মুদ্রাগুলো সবই রুপার। তবে মাটির নিচে কতগুলো মুদ্রা ছিল, তার সঠিক হিসাব পাওয়া যায়নি।
গোপালপুর গ্রামের কৃষক সুদীপ কুমার দে বলেন, আমার দাদার বাবা এই মাটির ঘর তৈরি করেন। তখন থেকেই আমরা এ ঘরে বসবাস করে আসছি। দুই সপ্তাহ আগে ঘরটি ভাঙা হয়। সোমবার সকালে ভাঙা ঘরটির মেঝে খুঁড়ে মাটি পাওয়ার ট্রলিতে রাখা হয়। ট্রলিটিকে পানের বরজের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ট্রলির চাকার নিচের মাটি থেকে মুদ্রাগুলো বেরিয়ে আসে। এ সময় আমার ভাবি করুণা রানী দে ২৬টি মুদ্রা পান। সেগুলো সোমবার সন্ধ্যায় পুলিশ এসে নিয়ে গেছে। পরে রাতে পুলিশ আরো দুবার এসে তল্লাশি চালায়।
মুদ্রা উদ্ধার কাজে নেতৃত্ব দেওয়া কালীগঞ্জ থানার এএসআই সুজাত আলী জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই গ্রামে অভিযান চালিয়ে ৪৩টি মুদ্রা উদ্ধার করা হয়; বাকি মুদ্রা স্থানীয়রা আত্মসাত্ করেছে। উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে ২২টিতে ব্রিটেনের রানী ও ১৯টিতে ব্রিটেনের রাজার ছবি রয়েছে। মুদ্রাগুলো বাংলাদেশ সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে দিয়ে দেওয়া হবে।
মুদ্রাগুলোর কোনো কোনোটিতে ১৮৬২, ১৮৯২, ১৯০১, ১৯০৫, ১৯০৬, ১৯০৯, ১৯১৮ সালের উল্লেখ রয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা বলেন, সাংবাদিকদের কাছ থেকে জানার পর থানার ওসিকে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।












