
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : গোপালগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার একদিন পর কুষ্টিয়ার ভেড়ামারা থানায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মোরসালিনকে বোন ও মামার কাছে হস্তান্তর করেন ভেড়ামারা থানার পুলিশ ইন্সপেক্টর ওসি (তদন্ত) জহুরুল ইসলাম। জয়যাত্রা টেলিভিশন প্রতিনিধি সাইফুল ইসলামকে জানান, গোপালগঞ্জ জেলার সদর থানার মাঝিগাতি ইউনিয়নের পুনাক গ্রামের গিয়াস উদ্দিনের ৮ বছর বয়সী শিশুপুত্র মুরসালিন বুধবার ভোরে গোপালগঞ্জ স্টেশন থেকে গোপালগঞ্জ এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে এবং ভেড়ামারা স্টেশন নেমে পরে সে হাঁটতে হাঁটতে ষোলদাগ মুন্সিপাড়া এলাকায় ঘুরাঘুরি করতে থাকে। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানার এসআই হুমায়ন শিশুটিকে থানায় নিয়ে আসেন। ওসি তদন্ত জানান, শিশুটি শুধু তার নাম, পিতার নাম ও গ্রামের নাম বলতে পারছিল। তিনি বিভিন্ন কৌশলে পরে তার পরিবারের নিকট খবর দেন। শিশুটির মা ওমান প্রবাসী এবং রিকশাচালক বাবা অসুস্থ থাকায় বোন সুলতানা ও মামা হাফেজ আশরাফ আলী ভেড়ামারা থানা আসেন। থানা পুলিশ শিশুটিকে পরিবারের নিকট তুলে দেন। এ সময় ওসি তদন্ত জহুরুল ইসলাম, সেকেন্ড অফিসার আনোয়ারুল ইসলাম ও থানার অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।









