অনলাইন ডেস্ক : গেল বছরের চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ইতোমধ্যে এ ভাইরাস বিশ্বের অন্তত ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে।
করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। বিশেষ করে মৃতের দিক দিয়ে নাজুক অব্স্থা ইউরোপের। ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১২,৪২৮ জন এবং আক্রান্ত হয়েছেন ১,০৫,৭৯২।
এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০,৬৪৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮,২৩,৫৬৬ জন। এছাড়াও ১,৭৪২,৩৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সূত্র:ওয়ার্ল্ডোমিটার।