অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারত। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন আরও ৫৫ হাজার ৭২২ জন। এই সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৫৭৯ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে ভারতে মোট করোনা আক্রান্তের পরিসংখ্যান দাঁড়িয়েছে ৭৫ লাখ ৫০ হাজার ২৭৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৬৬ লাখ ৬৩ হাজার ৬০৮ জন। ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬১০ জনের।