অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে থামছেই করোনাভাইরাসের তাণ্ডব। এরই মধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর ভয়াল থাবায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৯ লাখ ১২ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ৪৫ হাজার মানুষের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় (বুধবার) সারা বিশ্বে প্রাণ গেছে ৩ হাজার ২৩৯ জনের।
বুধবার ইতালিতে মৃত্যু হয়েছে ৭২৭ জনের। এছাড়া যুক্তরাষ্ট্রে ৪৬৩, স্পেনে ৫৮৯, যুক্তরাজ্যে ৫৬৩, নেদারল্যান্ডসে ১৩৪, বেলজিয়ামে ১২৩, ইরানে ১৩৮ ও জার্মানিতে ৮৩ জনের মৃত্যু হয়েছে।