অনলাইন ডেস্ক : গত তিনবার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলেও অবশেষে করোনামুক্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো।
শনিবার এক টুইট বার্তায় রিপোর্ট নেগেটিভ হওয়ার কথা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট নিজেই।
এর আগে গত ৭ জুলাই বোলসোনারো করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। এর পর থেকে বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চারবার করোনা পরীক্ষা করান। এর আগে তিনবার রিপোর্ট পজিটিভ এলেও চতুর্থ বার রিপোর্ট নেগেটিভ আসে।