অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে এ পর্যন্ত ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ১৬৮ জন। তবে, আশার কথা হচ্ছে এ পর্যন্ত বিশ্বে আক্রান্ত মানুষ সুস্থ হয়েছেন দুই লাখ ৭১ হাজার ৮৮৭ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, যেসব দেশে বেশি মানুষ মারা গেছে সেগুলো হলো- আমেরিকায় ৯,৬২০ জন, স্পেনে মারা গেছে ১৩ হাজার ৫৫ জন, ইতালিতে ১৫ হাজার ৮৮৭ জন, জার্মানিতে ১,৫৮৪, ফ্রান্সে আট হাজার ৭৮ জন, চীনে ৩,৭৩৯ জন, ইরানে ৩,৭৩৯ জন, ব্রিটেনে ৪,৯৩৪ জন তুরস্কে ৫৭৪ জন। এছাড়া, সুইজারল্যান্ডের ৭৩৪ জন, বেলজিয়ামে ১.৬৩২, নেদারল্যান্ডে ১,৮৬৭, কানাডায় ২৮০, রাশিয়ায় ৯৫৪ এবং ফিলিপাইনে ৪১৪ জন।
২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীন ছাড়াও বিশ্বের ২০৩টি দেশে এ রোগ ছড়িয়ে পড়েছে। সূত্র: পার্সটুডে