অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের মধ্যে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের ৩১টি গণমাধ্যমের অন্তত ৫৬ জন কর্মীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে ঢাকায় একজন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।
ফেসবুকভিত্তিক সংগঠন ‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’ এই তথ্য জানিয়েছে।
সবচেয়ে বেশি ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এনটিভিতে। এরমধ্যে দুজন প্রতিবেদক, একজন বার্তা সম্পাদক, ছয়জন ক্যামেরাপার্সন, একজন নিউজ প্রেজেন্টার, একজন মেকআপম্যান ও অনুষ্ঠান বিভাগের দুজনের এরইমধ্যে করোনা শনাক্ত হয়েছে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় ঝুঁকি কমাতে বিভিন্ন গণমাধ্যম সতর্কতামূলক নানা ব্যবস্থা নিয়েছে। অনেক প্রতিষ্ঠান পালাক্রমে কর্মীদের অফিস ও বিশ্রামের ব্যবস্থা করেছে। কোনো কোনো গণমাধ্যম আংশিক বা বেশিরভাগ কর্মীকে বাসা থেকে কাজ করার সুযোগ দিয়েছে।