করোনাভাইরাস : ভারতে আক্রান্ত ৪৭৭৮, মৃত বেড়ে ১৩৬

অনলাইন ডেস্ক : ভারতে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৪,৭৭৮ জনে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৬।গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ কথা জানা গেছে।

জানা গেছে, ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্ত বেড়ে হয়েছে ৪৪২১।

সবচেয়ে বেশি খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে এখনও পর্যন্ত করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৮৬৮ জন। তারপরেই রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। তামিলনাড়ুতে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬ জন, আক্রান্ত হয়েছেন ৬২১ জন।

দিল্লিতে কোভিড -১৯ এর বলি ৭ জন। আর আক্রান্ত হয়েছেন ৫২৫ জন।

আগামী দু’সপ্তাহ লড়াইটা যে কঠিন হতে চলেছে, সে সাবধানবাণী আগেই দিয়ে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার আক্রান্ত ও মৃতের সংখ্যাবৃদ্ধি যখন আগের সব রেকর্ড ছাপিয়ে যাচ্ছে, তখন বিজেপির প্রতিষ্ঠা দিবসের ভাষণে আরও একবার সতর্কবার্তা শোনালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *