অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের মহামারীতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়াল এক লাখ। প্রতিবেদন লেখা পর্যন্ত এ সংখ্যা এখন ১ লাখ ২৭৩ জন। আর আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৪৭ হাজার ৮৯৬ জন।
প্রাণহানিতে শীর্ষে অবস্থান করছে ইউরোপের কয়েকটি দেশ। এর মধ্যে ১৮ হাজার ৮৪৯ জন নিয়ে প্রাণহানিতে এখনো শীর্ষে রয়েছে ইতালি। এ ছাড়া স্পেনে ১৫ হাজার ৯৭০, ফ্রান্সে ১২ হাজার ২১০, যুক্তরাজ্যে ৮ হাজার ৯৫৮ জনের প্রাণহানি ঘটেছে।
যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। দেশটি এখন করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এনেছে। তবে আমেরিকা ও ইউরোপে এটা ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, শনাক্ত রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে- ৪ লাখ ৭৮ হাজার ৩৬৬। এর পরে আছে স্পেন- এক লাখ ৫৭ হাজার ৫৩ জন।