অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে দেশের সব পোশাক কারখানা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এমপি ও বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।
যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএর সদস্য প্রতিষ্ঠান সমূহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে নিজ নিজ এসোসিয়েশন এবং শিল্প পুলিশকে জানাতে হবে।