যশোর প্রতিনিধি : যশোর জেলায় ২৪ ঘণ্টায় আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে জেলার মোট ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১১টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে যশোর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫।
এদিকে একই ল্যাবে গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহের ৩৩টি, নড়াইলের ৬টি এবং মাগুরার ৯টি নমুনা পরীক্ষা করা হয়। এগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
বিশেষ দ্রষ্টব্য: যশোরে করোনা আক্রান্তের ফলাফল প্রথমে স্থগিত, পরে সংশোধন।