মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৪৭ জন

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে দিন দিন বেড়েই চলছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। রবিবার সকালে আরও ৪৬ জনের করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৬৫ জন।

রবিবারের ৪৬ জনের মধ্যে জেলাা সিভিল সার্জন অফিসের ৪ জন রয়েছেন। এর আগে ১ তারিখে সদর থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিনের করোনা পজেটিভ আসে। মানুষের অবাধে ঘুরাফেরা, গণপরিবহন এবং হাটবাজার গুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত না করায় হুহু করে বেড়েই চলছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় রোগীর সংখ্যা ছিলো ১১৮ জন। ৩ এপ্রিল রবিবার ৬৬ জনের আইইডিসিআর এ ফলাফলে ৪৬ জনের করোনা পজেটিভ আসে। ১ তারিখের পাঠানো নমুনার ১ জনের ফলাফলে করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে সিভিল সার্জন অফিসের ৪ জন স্টাফসহ ১৯ জন, শ্রীনগরে ১২ জন, সিরাজদিখানে ৭ জন, গজারিয়ায় ৭ জন এবং লৌহজংয়ে ২ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *