করোনাভাইরাস : পুলিশে আক্রান্ত ৯ হাজার ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে নিজ দায়িত্বের পাশাপাশি নানামুখী বাড়তি দায়িত্বও পালন করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ সদস্যরা। এ অবস্থায় একক পেশাজীবি হিসেবে ভাইরাসটিতে সবেচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছেন এই পুলিশ সদস্যরা। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্তের চার মাস চলছে। এর মধ্যেই বাহিনীটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৯ হাজারে দাঁড়িয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশজুড়ে পুলিশের বিভিন্ন ইউনিট মিলে এখন পর্যন্ত ৮ হাজার ৮৪৮ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩০ জন সদস্য। আজ রবিবার পুলিশ সদর দপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী এ তথ্য জানা গেছে। তবে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার কারণে আক্রান্তদের বেশিরভাগ সদস্যই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৫ হাজার ৪০৮ জন সদস্য সুস্থ হয়েছেন। যাদের অধিকাংশই পুনরায় কাজে যোগ দিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। পুলিশে একক ইউনিটের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সর্বোচ্চ ২ হাজার ১২০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, পুলিশের আরও ৩ হাজার ৪৫০ সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন আরও ৯ হাজার ৩৭৫ পুলিশ সদস্য।

পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশে অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *