ট্রাম্প করোনা ভয়ে প্রতিদিনই নিজের টেস্ট করাবেন!

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের থাবা ক্রমেই জোরালো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। পরিস্থিতি কিছুতেই বাগে আনতে পারছে না প্রশাসন। এমন অবস্থায় করোনা ঘিরে আরও এক আতঙ্ক জাঁকিয়ে বসল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্পের বার্তা, ‘তার সঙ্গে আমার খুবই অল্প যোগাযোগ ছিল। (ভাইস প্রেসিডেন্ট) মাইক পেন্স-এরও অল্প যোগাযোগ ছিল। মাইককেও টেস্ট করা হয়েছে, আমাকেও করা হয়েছে। ‘ এই বক্তব্যে ‘তার’ বলে যাকে সম্বোধন করেছেন ট্রাম্প, তিনি ট্রাম্পের সেনা রক্ষী, যাকে কিছুদিন আগেই করোনা টেস্টিং এ পজেটিভ পাওয়া গেছে। খবর ওয়ান ইন্ডিয়ার।

টেস্টিং নিয়ে ভীত ট্রাম্প! ট্রাম্পের বক্তব্য টেস্টিং একবার হলেই সবকিছু ধরা যায় না। ফলে এর আগে তিনি সপ্তাহে একদিন করে করোনা টেস্টং করিয়েছেন। তবে এবার থেকে তিনি প্রতিদিন করোনা টেস্টিং করাবেন। এমনটাই তিনি হোয়াইট হাউসে জানিয়েছেন। এদিকে, ট্রাম্পের সেনা রক্ষী তথা খানসামার করোনা পজিটিভ মেলায় রীতিমতো উদ্বেগে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানান, তিনি গতকালও আজ টেস্ট করিয়েছেন। তবে তাতে তিনি সন্তুষ্ট হতে পারছেন না। হোয়াইট হাউজের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট জানিয়েছে যুক্তরাষ্ট্রের মিলিটারি ইউনিটের এক সদস্য যিনি এখানে কর্মরত তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া গিয়েছে। ফলে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের করোনা টেস্টিং হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *