নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে আরও এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। ওই ব্যক্তির বাড়ি লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। জেলা সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, শনিবার দুপুরে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রিসার্চ সেন্টার থেকে এ বিষয়ে জানতে পেরেছি। আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা যা যা নেওয়া দরকার তার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে অবহিত করেছি।