চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে ৪ পুলিশ সদস্য, এক ইউপি সচিবসহ আরও ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার তাদের রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪ জন। সুস্থ হয়েছেন ১১ জন। বাকিরা হাসপাতাল এবং নিজ নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ ১৫১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১২ জন পজেটিভ।