ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে এক চিকিৎসকসহ নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হচ্ছেন- সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও সদরের এক নার্সের আত্মীয়সহ কোটচাঁদপুর উপজেলার দুইজন সাধারণ রোগী।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজ থেকে ৪৭টি নমুনা ফলাফলের মধ্যে ৪ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ এসেছে। ঝিনাইদহের ৬টি উপজেলায় আক্রান্তের মধ্যে সদরে ৮ জন, শৈলকুপায় ১০ জন, কালীগঞ্জে ৯ জন, কোটচাঁদপুরে ৮ জন, মহেশপুরে ১ জন ও হরিণাকুন্ডুতে ১ জন। এপর্যন্ত ৬৪২ জনের নমুনা সংগ্রহ করে পাঠনো হয়েছে। ফলাফল এসেছে ৩৬৩টি। আক্রান্ত হয়েছে ৩৭ জন ও বাকি ৩২৬টি নেগেটিভ। আক্রান্তের মধ্যে রয়েছে ৯ চিকিৎসক ১১ জন স্বাস্থ্য কর্মী ও একজন সাবেক এমপি সহ বাকি ১৬ জন সাধারণ রোগী। যারা এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তাদের সবার শারীরিক অবস্থা ভাল আছে। শনিবার সকালে সিভিল সার্জন ডা: সেলিনা বেগমের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।