

কুষ্টিয়া প্রতিনিধি: ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি । র্যাগিংয়ের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। আজ বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সোস্যাল ওয়েলফেয়ার বিভাগে ২০১৭-১৮ সেশনের মেহেদী হাসান, মেহেদী হাসান রোমান, সুমাইয়া খাতুন, আহম্মেদ জুবায়ের সিদ্দিকী ও মুহিদ হাসান। রেজিষ্টার অফিস সুত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে অধ্যয়নরত প্রথম বর্ষের তিন ছাত্রী সাকি রেজওয়ানা, মাহিমা জাহান, আফসানা হক নিপাকে র্যাগিং করে বহি:ষ্কার হওয়া ঐ পাঁচ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের ভুক্তভোগী তিন ছাত্রী বিভাগীয় চেয়ারপারসন বরাবর র্যাগিংয়ের অভিযোগ করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় একাডেমিক কমিটির সভার সুপারিশ মোতাবেক পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
র্যাগিং এর ঘটনাটি তদন্তে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নাসিম বানুকে আহ্বায়ক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ ও ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো: মাহবুবর রহমানকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসে মধ্যে ভাইস চ্যান্সেলরের নিকট প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।