নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন আরও ১৮ জন (কভিড-১৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সাঈদ আল মামনু এ তথ্য নিশ্চিত করেছেন।
এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ১৩০ জন।
উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সাঈদ আল মামনু বলেন, সাধারণ মানুষ সামাজিক দূরত্ব না মানার কারণেই আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে।