কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নতুন করে করোনায় আক্রান্ত জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১,৫৮৪ দাঁড়ালো।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে ৩১ জুলাই ২০২০ মোট ৩৮২ টি স্যাম্পলের (কুষ্টিয়া ১৬৫, চুয়াডাঙ্গা ৪২, ঝিনাইদহ ৯০, নড়াইল ৬২ ও মেহেরপুর ২৩) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১৭ জন, দৌলতপুর উপজেলার ৩ জন, কুমারখালী উপজেলার ৭
জন, খোকসা উপজেলার ২ জন, ভেড়ামারা উপজেলার ৫ জন ও মিরপুর উপজেলার ৬ জনসহ মোট কুষ্টিয়ায় মোট ৪০ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার ১০ জন, ঝিনাইদহ জেলার ৩৬ জন, নড়াইল জেলায় ২৯ জন ও মেহেরপুর জেলার ৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ২ জন, চুয়াডাঙ্গা জেলার ৬ জন ও ঝিনাইদহ জেলার ৩ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১৭ জনের ঠিকানাঃ রেণ উইক- কমলাপুর ১ জন, কোর্টপাড়া ২ জন, কাইজার টাওয়ার ৯/এইচ১- দাদাপুর রোড ১ জন, জোত পাড়া ১ জন, কবুরহাট-দোস্তপাড়া জগতি ২ জন, পশ্চিম আফজালপুর ১ জন, কমলাপুর -মজমপুর ১ জন, আদর্শপাড়া লেন-জুগিয়া ১ জন, আড়ুয়াপাড়া ১ জন, বালিয়া পাড়া ২ জন, জেলা প্রশাসকের কার্যালয় ১জন, উদিবারি ১ জন, বড় স্টেশন রোড ১ জন, কে জি এইচ- ১ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৩ জনের ঠিকানাঃ
টেকালা-আদাবাড়িয়া ১ জন, কদমতলা মোড়-পিয়ারপুর ১ জন, ফিলিপনগর ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানাঃ
উত্তর কয়া ৩ জন, আলাউদ্দিন নগর – নন্দলালপুর ১ জন, এলোংগি ২ জন, কুমারখালী ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৬ জনের ঠিকানাঃ
ইসলামী ব্যাংক পোড়াদাহ ১ জন, ইউ এইচ সি-মিরপুর ১ জন, খায়েরপুর-আমলা ১ জন, কালিয়াশিষা-পোড়াদাহ ১ জন, কচুবাড়িয়া ২ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ
ফুলবাড়িয়া – জয়ন্তীহাজরা- ২ জন।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ
পরাণখালি ১ জন, মওলা হাবাসপুর ১ জন, যগশ্বর ১ জন, মোসলেমপুর ১ জন, প্রফেসর পাড়া ১ জন।
ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।